• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ,পারাপারের অপেক্ষায়  ৪ শতাধিক যানবাহন

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ ,পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২০

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ঘনকুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধ। মঙ্গলবার রাত ৯টায় দূর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে না যাওয়ায় ফেরী চলাচল বন্ধ রয়েছে। এ সময় দুই পার থেকে ছেড়ে যাওয়া ৫ টি ফেরি দিক র্নিণয় বয়াতি না দেখায় মাঝ নদীর বিভিন্ন পয়েন্টে নোঙড়ে রয়েছে। শিমুলিয়া পাড়ে ৪ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আছে ।

ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ বঙ্গগামী ৪০ টি নাইট কোচ সকালেও পার হতে পারে নি। রাতে মাঝ নদীতে ও ঘাটে আটকে থাকা এ রুটের হাজারো যাত্রীদের কনকনে ঠান্ডা ও কুয়াশায় চরম ভোগান্তিতে পরতে হয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় সাড়ে ৩ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল দুপুর পর্যন্ত। এর মধ্যে ছোট গাড়ি ও ট্রাকের সংখ্যাই বেশি। রাতে পার না হতে পারা নাইটকোচ গুলে কে আগে পার করার ব্যবস্থা করেছে ঘাট কতৃপক্ষ।

মাওয়া বিআইডব্লিউটিসি বাবাস্থাপক ফয়সাল আহমেদ জানান, কুয়াশার কারণে গত রাত ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে । বন্ধ থাকায় শিমুলিয়া পাড়ে ৪ শতাধিক যানবাহন আটকে আছে। কুয়াশার কারণে মাঝ নদীতে রাতে ৫ টি ফেরী নোঙড়ে করে আছে। শিমুলিয়া ঘাটে ৪০ টির মত নাইটকোচ সম্ভব হয়নি। ১৪টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, ধীরে ধীরে চাপ কমে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads